• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এমপির ভাই-পুত্রের মনোনয়ন দাখিল

  • ''
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২৪

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন লালমনিরহাট-২ আসনের এমপি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদ।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে এমপি পুত্র রাকিবুজ্জামান আহমেদ ও এমপির ছোটভাই মাহবুবুজ্জামান আহমেদ শনিবার অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।

নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই মাহবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এবং তাঁর পুত্র রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মাহবুবুজ্জামান আহমেদ জেলা আওয়ামীলীগের সদস্য এবং রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ।

উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও এমপির পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের অংশগ্রহণ না করতে বা অংশগ্রহণের প্রক্রিয়ায় থাকলে সেখান থেকে সরে আসতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে নির্দেশ আসে। তারপরেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি পুত্র ও তার সহোদরের মনোনয়নপত্র দাখিলের বিষয়টি জেলায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভোটের মাঠে চাচা-ভাতিজা কেউ কাউকে ছাড় দিতে নারাজ, এ নিয়ে ভোটারদের মাঝেও কৌতূহলের শেষ নেই।

ভোটারদের ভাষ্য, চাচা-ভাতিজা দু'জন প্রার্থী হওয়ায় তারা কাকে ভোট দেবেন, এ নিয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে; বিপাকে পড়েছেন তাঁদের আত্মীয় স্বজনরাও। তবে নির্বাচন পর্যন্ত ভোটারদের কাছে চাচা-ভাতিজার নির্বাচনী লড়াই বেশ উপভোগ্য হবে বলে জানান অনেকে।

এবারের ভোট নিয়ে তাই আলোচনা-সমালোচনার যেন কমতি নেই । পাড়া-মহল্লায়, হাটবাজার সবখানেই চাচা ভাতিজার ভোট যুদ্ধের গল্প।

এদিকে নির্বাচন নিয়ে জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ বলেন, ‘আমি দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এ ক্ষেত্রে আমার ভাতিজা তেমন কোনো সমস্যা নয় বা কোন প্রভাব ফেলতে পারবে না।

রাকিবুজ্জামান আহমেদ বলেন, 'দলীয় শতাধিক নেতা-কর্মী আমার জন্যে মাঠে থাকবেন। চাচার পেছনে এখন কোন নেতাকর্মী নেই।'

উপজেলা রিটার্নিং কর্মকর্তা জহির ইমাম জানান , আগামী ২১ মে কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারেন, আমাদের কাছে সব প্রার্থীই সমান। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন দাখিল করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads